May 9, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এশিয়া শ্রেষ্ঠ মুকেশ আম্বানী: ধরে কাছেও নেই কোনো ভারতীয় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্ব তালিকায় ৬ নম্বরে রয়েছেন মুকেশ অম্বানী। এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৮২০ কোটি ডলার। ভারতে দ্বিতীয় স্থানে এইচসিএল টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা শিব নাদার। ২ হাজার ৬০ কোটি ডলারের মালিক নাদার বিশ্বে ৬৪ নম্বরে। এর পর ভারতীয়দের তালিকায় ক্রমপর্যায়ে রয়েছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, কোটাক মহিন্দ্রা গ্রুপের কর্ণধার উদয় কোটাক, ডিমার্ট-এর কর্ণধার রাধাকৃষ্ণ দামানি, সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইরাস পুণাওয়ালার মতো ব্যবসায়ীরা।

১০০ কোটি ডলারের মাপকাঠিতে একদম নীচে রয়েছেন বালকৃষ্ণ গোয়েঙ্কা। আজই তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ডলার ছুঁয়েছে। এরপর রয়েছেন রাধেশ্যাম আগরওয়াল, রাধেশ্যাম গোয়েনকা, বিনি বনসল, মুরলীধর বিমল কুমার জ্ঞানচন্দানি।

Related Posts

Leave a Reply