May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

প্রতিমুহূর্তে ব্যাকটেরিয়ার সঙ্গে ঘর করছেন জানেন কি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মরা প্রত্যেকেই জানি ব্যাকটেরিয়ার আক্রমণে আমাদের শরীরে নানা রোগের আক্রমণের কথা। তবে এই ব্যাকটেরিয়া সম্পর্কে খুব বেশি তথ্য বোধহয় আমাদের জানা নেই।

ব্যাকটেরিয়া এক ধরনের মাইক্রো অরগ্যানিজম। এর মধ্যে কোনও কোনওটি আবার এককোষী। পৃথিবীর প্রায় সর্বত্র জলে-স্থলে-অন্তরীক্ষে ব্যাকটেরিয়ার দেখা পাওয়া যায়।

অনুকূল আবহাওয়ায় ব্যাকটেরিয়ার বংশবিস্তার খুব সহজে হয়। কিছু ব্যাকটেরিয়া যেমন মানুষের ক্ষতি করে, তেমনই কিছু আবার মানুষের ভালো কাজেও লাগে। জেনে নিন ব্যাকটেরিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য।

প্রথম তথ্য : পৃথিবীতে মানুষের আবির্ভাবের অনেক আগে থেকে ব্যাকটেরিয়ায় দেখা মিলেছে। পৃথিবীর সবচেয়ে আদিম প্রাণ হিসাবে ব্যাকটেরিয়াকে চিহ্নিত করা হয়েছে।

দ্বিতীয় তথ্য : আপনার কাজের টেবলে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তা টয়লেটে থাকা ব্যাকটেরিয়ার প্রায় ৪০০ গুণ বেশি।
তৃতীয় তথ্য : সঙ্গীকে চুম্বনের সময়ে দুটি মুখের মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়ার আদান-প্রদান হয়।
চতুর্থ তথ্য : আমাদের প্রত্যেকের শরীরে গড়ে প্রায় ২ কিলোগ্রাম করে ব্যাকটেরিয়া বাস করে।
পঞ্চম তথ্য : জানেন কি, আমাদের নাভীর মধ্যে প্রায় ১৪০০ ধরনের মাইক্রো অরগ্য়ানিজমের বাস রয়েছে।

ষষ্ঠ তথ্য : টয়লেটের বসার জায়গার চেয়েও বেশি ব্যাকটেরিয়ার বাস আমাদের মোবাইল ফোনে।

সপ্তম তথ্য : আমাদের মানিব্যাগে রাখা প্রতিটি নোটে গড়ে ২৫০০ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়।
অষ্টম তথ্য : ঘামের জন্য আমাদের শরীরে গন্ধ হয় না। এটা হয় ব্যাকটেরিয়ার আক্রমণে।
নবম তথ্য : যেকোনও পরিবেশে, যেকোনও আবহাওয়ায় ব্যাকটেরিয়া বাস করতে পারে। যে কোনও আবহাওয়ায় বেঁচে থাকার ক্ষমতা এদের রয়েছে। ফলে এর হাত থেকে নিষ্কৃতির সুযোগ নেই।

দশম তথ্য : বৃষ্টি হলে মাটির কাছাকাছি জায়গায় একটি সোঁদা গন্ধ ভেসে ওঠে। অ্যাক্টিনোমাইসিটিস নামক ব্যাকটেরিয়ার কারণেই এমন হয়।

Related Posts

Leave a Reply