May 7, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তাচ্ছিল্যের চরম বদলা নিল করোনা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডাক্তার-বিজ্ঞানীরা প্রাণপাত করে দিচ্ছেন। অল্প সময়ের মাঝেই আবিষ্কার হয়েছে ভ্যাকসিন। সেই ভ্যাকসিন এখন কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে। আবার আরেক শ্রেণির মানুষ এসব নিয়ে উপহাস করছে। ভুয়া ধর্মীয় বিধান দিয়ে করোনাভাইরাস এবং ভ্যাক্সিনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবার তেমনই এক ব্যক্তির মৃত্যু হলো করোনায়। যিনি কভিড ভ্যাকসিন নিয়ে উপহাস করে আলোচিত হয়েছিলেন।

স্টিফেন হারমন নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার করোনা রিজিওনাল মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু হয় বলে জানিয়েছে দ্য ডেইলি মেইল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন। সেই সঙ্গে সবাইকে প্রার্থনা করতেও আহ্বান জানান।

Related Posts

Leave a Reply