May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

সেদিনের ৩ তথ্যপ্রযুক্তি কর্মী বন্ধু আজ ১৫০০ কোটি ডলারের মালিক !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হমেদাবাদের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট’ থেকে এমবিএ করার পর কিছুদিন অন্য একটি সংস্থা এরপর আর্থার অ্যান্ডারসন নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় যোগ দেন এম এন শ্রীনিবাস নামে এক যুবক। সেখানেই আলাপ অজয় কৌশল এবং কার্তিক গণপতির সঙ্গে। তিনজনের মাথাতেই তখন নতুন কিছু করে দেখানোটা আইডিয়া কিলবিল করছে। সেক্ষেত্রে ডিজিটাল মাধ্যমই তাদের একমাত্র ধ্যান জ্ঞান।

যাবতীয় বিল প্রদান নিভাবে অনলাইনেই ডিজিটাল মাধ্যমে করা যায় সেই প্রক্রিয়া উদ্ভাবনের দিকে মন দিলেন তারা।ব্যাংকের সহযোগিতা নিয়ে ২০০০ সালে আত্মপ্রকাশ করে বিলডেস্ক। শুরুর তিন থেকে চার বছর এই করেই কেটে গিয়েছে। তার পর থেকে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে বিলডেস্ক। ২০১৫ সালে বিলডেস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। ওই বছর ভারতের অনলাইন বিলিংয়ের ৭০ শতাংশ বিলডেস্কের দখলে যায়। ৪৭০ কোটি ডলারের বিনিময়ে ডাচ সংস্থা ‘প্রোসাস’ এই বিলডেস্ককে কিনে নেয়। সংস্থার প্রতিষ্ঠাতা ওই তিন বন্ধু তাদের শেয়ার অনুযায়ী প্রত্যেকে ৫০ কোটি ডলার করে পেয়েছেন।

Related Posts

Leave a Reply