April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

মেখেছেন কখনো আম দিয়ে তৈরি হেয়ার প্যাক? চুলের জেল্লা হবে নজরকাড়া

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
লের রাজা আমি খেতে আমাদের সকলেরই ভালো লাগে। কিন্তু কখনো শুনেছেন এই আম দিয়েই আপনি নিজের  জেল্লাও বাড়িয়ে ফেলতে ফরেন হাজার গুন্। আমের মধ্যে এমন অনেক পদার্থ আছে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী | তাই আমের মরসুমে রইলো কয়েকটি হেয়ার প্যাক এবং মাস্কের হদিস যা আম দিয়ে তৈরি | স্বাস্থ্যকর সুন্দর চুল যদি চান তাহলে অবশ্যই এইগুলো ট্রাই করুন |

আম আর অলিভ অয়েল হেয়ার প্যাক :

একটা পাকা আমের পাল্প বের করে তাতে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে তা চুলের গোড়া থেকে ডগা অবধি লাগান | আধ ঘন্টা রেখে চুল ধুয়ে নিন | মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন | এই হেয়ার প্যাক লাগালে চুল রেশমের মতো নরম আর উজ্জ্বল হবে | রাতে বিয়েবাড়ি থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে এই হেয়ার প্যাক অবশ্যই লাগান |

আম আর ডিম দিয়ে হেয়ার প্যাক :

এই হেয়ার প্যাকের জন্য লাগবে একটা বা দুটো পাকা আম ‚ দুটো ডিমের কুসুম আর কয়েক চামচ টক দই | সব একসঙ্গে ভালো করে মিশিয়ে মাথায় লাগিয়ে নিন | ৪০-৪৫ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে নিন | এই হেয়ার প্যাকে বিভিন্ন উপকারী পদার্থ এবং প্রোটিন আছে যা চুলের জন্য খুবই দরকারি | এছাড়াও নিয়মিত এই হেয়ার প্যাক লাগালে চুল খুব তাড়াতাড়ি বাড়বে |

আম আর পেঁপের হেয়ার প্যাক :

এই হেয়ার প্যাকের জন্য লাগবে পাকা আম‚ পাকা পেঁপে এবং ২ টেবিল চমচ নারকেল তেল | সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিন | ২ ঘন্টা চুলের গোড়া থেকে ডগা অবধি এই প্যাক লাগিয়ে রাখুন | মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন | শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোর দরকার নেই | কারণ এই হেয়ার প্যাক কন্ডিশনারের কাজ করবে | যাদের ড্রাই হেয়ার তাদের জন্য এই হেয়ার প্যাক খুবই ভালো | কেয়েকবার লাগালেই চুল রেশমী আর নরম হবে |

আম আর অ্যালোভেরা হেয়ার প্যাক : 

এর জন্য লাগবে একটা পাকা আম | খানিকটা অ্যালোভেরা জেল | এবং ১ চা চামচ ক্যাস্টর অয়েল | যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তারা সরাসরি গাছের পাতা থেকে জেল বের করে নিতে পারেন | অন্যরা দোকান থেকে কোনো ভালো ব্রান্ডের অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করুন | তিনটে একসঙ্গে মিশিয়ে চুলে এক ঘন্টা লাগিয়ে রাখুন | চুল ঠান্ডা জল আর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন | যাদের ড্যামেজড হেয়ার তাদের জন্য এই হেয়ার প্যাক আদর্শ | এই হেয়ার প্যাক নিয়মিত লাগালে স্প্লিট এন্ডসের সমস্যাও কমবে | এছাড়াও যাদের কালারড হেয়ার তাদের জন্য এই হেয়ার প্যাক খুবই উপকারী |

আম আর কলা দিয়ে হেয়ার মাস্ক :

ড্রাই আর ডাল হেয়ারের জন্য এই হেয়ার মাস্ক আদর্শ | এর জন্য লাগবে একটা পাকা আম‚ একটা পাকা কলা এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল | এসেনশিয়াল অয়েল না দিলেও চলবে | তার বদলে নারকেল তেল বা অলিভ অয়েল ও দিতে পারেন | কলা আম ভালো করে চটকে তাতে এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে ভালো করে লাগিয়ে নিন | ১ ঘন্টা রেখে চুলে শ্যাম্পু করে নিন | আলাদা করে কন্ডিশনার লাগানোর দরকার নেই |

আম আর মুলতানি মাটি দিয়ে হেয়ার প্যাক : এর জন্য লগবে একটা পাকা আম আর ২-৩ টেবিল চামচ মুলতানি মাটি | দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন | ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন | শ্যাম্পু করার দরকার নেই | সঙ্গে সঙ্গে তফাত দেখতে পাবেন | যাদের অয়েলি হেয়ার তাদের জন্য এই হেয়ার প্যাক খুবই ভালো | শুষ্ক চুল যাদের তারাও এটা লাগাতে পারেন সেই ক্ষেত্রে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন

Related Posts

Leave a Reply