May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাংলার শিল্প মন্ত্রী পার্থকে গ্রেফতার করল ইডি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শুক্রবার থেকে লাগাতার জেরার ও তল্লাশি করার পর শনিবার সকালে শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গতকাল রাতভর জেরা পর্ব চলেছে। রাত সাড়ে ১০টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর বাড়িতে পৌঁছন ইডির এক আধিকারিক। শনিবার সকালেও মন্ত্রীর বাড়িতে ছিলেন ইডির অফিসারেরা। নাকতলায় পার্থবাবুর বাড়ির বাইরে ছিল পুলিশি প্রহরা। এদিন সকালে জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় পার্থবাবু অসুস্থ বোধ করায় খবর দেওয়া হয় ডাক্তারকে। সকাল ৮টা নাগাদ মন্ত্রীর বাড়িতে পৌঁছয় মেডিক্যাল টিম। তার কিছুক্ষণ পরেই পার্থবাবুর আইনজীবী পৌঁছন বাড়িতে। এর ঘণ্টাখানেক পরে গ্রেফতার করা হয় তাঁকে।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সব মামলার শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে বিচারপতি এও জানিয়েছিলেন, সিবিআই যদি মনে করে রাজনৈতিক প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাও তারা করতে পারে। এজন্য আদালতের থেকে পৃথক ভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশেই স্কুল সার্ভিস দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। তাৎপর্যপূর্ণ হল, এ ক্ষেত্রে কোনও ঢিলেমি দেখলে আবার প্রতিক্রিয়া জানাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Related Posts

Leave a Reply