May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নীতি আয়োগ থেকেও গুরুত্বপূরণ হবে মমতার চার বিরোধী মুখ‌্যমন্ত্রীর সঙ্গে বৈঠক 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

গামী সপ্তাহের মাঝ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর শুরু হতে চলেছে। এই সফরে মুখ্যমন্ত্রী মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আসছেন ঠিকই, সঙ্গে রাজনৈতিক দিক থেকেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই জানা গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের অ-কংগ্রেসি, অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবারের সফরে।

সূত্রের খবর, আগামী শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বৈঠকের মূল আলোচ্য হিসেবে সিবিআই , ইডির-র মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে ‘অপব্যবহারের’ অভিযোগটি উঠে আসতে পারে।কেন্দ্র সরকার তথা বিজেপি যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে শুধুমাত্র ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে ব‌্যবহার করছে, সেই বিষয়টিকে জনমানসে তুলে ধরার রণকৌশল তৈরি করা হতে পারে বৈঠকে। সেক্ষেত্রে বিরোধী শিবিরের দল থেকে বিজেপিতে নাম লেখানো নেতাদের বিরুদ্ধে অভিযোগগুলি যে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে সামনে রাখা হতে পারে।

Related Posts

Leave a Reply