May 8, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

মঞ্চে বিশ্ব ব্যর্থ ভারত 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
নে করা হচ্ছিল যেভাবে টানা দশটি ম্যাচ ভারত জিতেছিল। সেইভাবেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব জয় করবে ভারত। কিন্তু হল না। ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতের ২৪০ রান খুব সহজেই তুলে দিয়েছেন হেড ও লাবুশানে।৪২ বল আগেই খেলা শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। হেড করলেন ১২০ বলে ১৩৭ রান, যারমধ্যে রয়েছে ১৫টি চার ও চারটি ছক্কা। পাশাপাশি লাবুশানে করলেন ৫৮ রান।
সারা টুর্নামেন্টে ট্রেভিস হেড ভাল খেলেছেন। শুরুতেই শামি, বুমরাদের বলে ওয়ার্নার, মিচেল মার্শ, স্মিথরা ফিরে গিয়ে যে চাপ তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে দিলেন হেড। তাঁর জন্যই কামিন্সরা মাথা উঁচু করে মাঠ ছাড়লেন। তিনি মার্নাশ লাবুশানকে নিয়ে রাজার মতো খেলে দলকে বিশ্বসেরা করে মাঠ ছাড়লেন। অজিরা প্রমাণ করলেন তাঁরাই সবসময় বড় মঞ্চের দল। মোট নয়বার ফাইনালে খেলে ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন। তারা চোকার্স হতে জানে না, সেটাই প্রমাণিত আবারও।
কোহলি রোহিত ও রাহুল ছাড়া ভারতের বাকিরা সফলই হলেন না। এই চাপের কাছে বাকি দল নতিস্বীকার করল।  মেগা মঞ্চে খেলার স্নায়ু ধরে রাখতে ব্যর্থ দেশের ক্রিকেটারররা।

Related Posts

Leave a Reply