May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

বিশ্বমানের গোলে সিংহের ডেরায় গিয়ে সিংহ বধ লালহলুদের 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সিংহের ডেরায় গিয়ে সিংহ বধের মজাটাই আলাদা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল যেন খোঁচা খাওয়া বাঘের মতো, এবারও সেই প্রবাদকে সত্যি করে দেখাল লাল-হলুদ। পঞ্চকুলার মিনার্ভা বধ করে আই লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল খালিদ জামিলের লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয় পেল ইস্টবেঙ্গল।

শুরু থেকেই চণ্ডীগড়ে আয়োজক মিনার্ভার অসহযোগিতা। মূল স্টেডিয়ামে অনুশীলন করতে না দেওয়া। ম্যাচের আগের দিন হোটেলে হালকা অনুশীলন, তাও বল ছাড়া- সব অপমানের জবাব দিতেই মঙ্গলবার দুপুরে আমনা, কাটসুমিরা মাঠে নেমেছিলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ফলাফলে। এরপর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ৪০ গজ দূর থেকে কেভিন লোবোর বিশ্বমানের গোল। আর তাতেই
বাজিমাত। আই লিগের শীর্ষে থাকা মিনার্ভাকে ১-০ গোলে হারাল খালিদ জামিলের ইস্টবেঙ্গল।
‘ভি’ডে-র আগে মঙ্গলবার মিনার্ভা বধ লাল-হলুদের। আই লিগের ‘ফাইনাল’ জিতে খেতাবি লড়াই জমিয়ে দিল খালিদের দল। এই মুহূর্তে সমসংখ্যক ম্যাচ খেলে লিগের শীর্ষে থাকা মিনার্ভার সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্টের ব্যবধান মাত্র ৩। ১৪ ম্যাচে মিনার্ভার পয়েন্ট ২৯, ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৬।

Related Posts

Leave a Reply