April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার দাবি উঠলো মার্কিন সিনেটে 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র কোনো দেশের কাছে বিক্রি করলে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন এক দল আইনপ্রণেতা রাশিয়ার প্রতি এই হুমকি দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের কাছে লেখা চিঠিতে এই হুমকি দিয়েছেন ডেমোক্রেটিক দলের বব মেনডেজের নেতৃত্বাধীন এক দল মার্কিন সিনেটর। নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী দেশগুলোকে মোকাবেলা করা সংক্রান্ত আইন বা সিএএটিএসএ’র শর্ত মোতাবেক  শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এছাড়া, চিঠিতে চীন, তুরস্ক, ভারত, সৌদি আরব, কাতারসহ অন্যান্য দেশের কাছে এস-৪০০ বিক্রির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের কাছে জানতে চাওয়া হয়েছে। চিঠিতে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে। এস-৪০০ রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এ দিয়ে  ৪০২ কিলোমিটার দূরের যে কোনো ড্রোন, বিমান বা ক্ষেপণাস্ত্রের অবস্থান নির্ণয় এবং তা ধ্বংস করা যাবে।

 

Related Posts

Leave a Reply