May 3, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

ইউরোপ ও ব্রিটেনের সংসদে তলব করা হলো মার্ক জুকারবার্গকে 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে চুরির ঘটনায় বুধবার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে ইউরোপ ও ব্রিটেনের সংসদে তলব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশনও এই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। অভিযোগ উঠেছে ক্যাম্বব্রিজ অ্যানালিটিকা নামের একটি রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করে বিশ্লেষণ করে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা দিতেই এই ধরনের কাজ করা হয়েছে বলে অভিযোগ।

ক্যাম্বব্রিজ অ্যানালিটিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন লঙ্ঘন করেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কোম্পানিটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার নিক্সকে ইতিমধ্যেই বহিস্কার করা হয়েছে। তবে কোম্পানি কোন ‘অন্যায়’ করেনি বলে দাবি করা হয়েছে। লন্ডন ভিত্তিক এই পরামর্শদাতা প্রতিষ্ঠানটিকে ট্রাম্পের লোকজনই ভাড়া করেছিল। ক্যাম্বব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহী আলেক্সান্ডার নিক্স স্বীকার করেছেন যে, তিনি ট্রাম্পের সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছেন। এই ঘটনায় একরকম গা ঢাকা দিয়েছেন জুকেরবার্গ। এই বিষয়ে মঙ্গলবার ফেসবুক আয়োজিত ব্রিফিংয়েও তিনি ছিলেন না। বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার।

 

Related Posts

Leave a Reply