April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আজ রাতেই ময়দানে আর্জেন্টিনা, ব্রাজিল 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের। প্রস্তুত রাশিয়া। প্রস্তুত ফুটবল বিশ্ব। প্রস্তুত ফুটবলপ্রেমীরা ফুটবল সৌকর্য দেখতে। ফুটবলযজ্ঞের আয়োজক রাশিয়া। আজ মস্কোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেলতে নামছে রাশিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রীতি ম্যাচটি খেলবে দলের মূল তারকা নেইমারকে ছাড়া। শুধু তাই নয়, লিওনেল মেসির আর্জেন্টিনাও আজ মাঠে নামছে প্রীতি ম্যাচ খেলতে। প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। যদিও তাঁরা এবার বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি। খেলাটি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টারে।

ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে পায়ে ব্যথা পান নেইমার। ওই চোটে দুই-আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন ব্রাজিলিয়ান তারকা। ইতিমধ্যে তার পায়ের গোড়ালিতে অস্ত্রোপচারও হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবলভক্তদের বিশ্বাস, জুনে বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন নেইমার। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদো বিশ্বাস করেন, চোট কাটিয়ে ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন ষষ্ঠ বিশ্বকাপ জিততে। গত বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন নেইমার।

বিশ্বকাপে সবার আগে খেলার যোগ্যতা অর্জন করে ব্রাজিল। তিতের কোচিংয়ে বাছাই পর্বে একটি ম্যাচ হেরেছিল ব্রাজিল। অসাধারণ ফুটবল খেলে দিন দিন উন্নতি করছে দলটি। ২০০২ সালে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার নায়ক রোনালদোর চোখে রাশিয়া বিশ্বকাপে ফেবারিটের তালিকায় আর্জেন্টিনাও রয়েছে। ‘বলে কয়ে বিশ্বকাপ জেতা অনেক কঠিন। বিশ্বকাপে সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ জার্মানি। এবার স্পেনও শক্তিশালী। ব্রাজিল বরাবরের মতোই ফেবারিট। বাছাই পর্ব পেরোতে কষ্ট হয়েছে আর্জেন্টিনার। তার পরও আমি বলব আর্জেন্টিনা ফেবারিটদের অন্যতম। এ ছাড়া ইংল্যান্ড ও ফ্রান্সের ভালো করার সুযোগ রয়েছে।’

বিশ্বকাপের টিকিট কাটতে কঠিন লড়াই করতে হয়েছিল ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। শেষ ম্যাচে জিতে টিকিট নিশ্চিত করে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনা। আজ ম্যানচেস্টারে সাম্পাওলির শিষ্যরা প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। যদিও মেসিদের প্রতিপক্ষ ইতালি এবার নেই বিশ্বকাপে। দলটি প্লে অফে বাদ পড়ে। মেসিরা শুধু আজ নন, ২৭ মার্চ স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

 

Related Posts

Leave a Reply