April 28, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

অন্ধকার ঘনালেই রক্তচোষা বাদুড় আতঙ্কে জবুথবু দিল্লি !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

অন্ধকার ঘনালেই বাদুড় আতঙ্কে জবুথবু দিল্লি। গুজব রটেছে রাত নামলেই নাকি রাজধানীর রাস্তায় দেখা যাচ্ছে ভ্যাম্পায়ার ওরফে রক্তচোষা বাদুড়।

যদিও বিজ্ঞানীরা আশ্বস্ত করছেন, ভ্যাম্পায়ার নয়, যা দেখা যাচ্ছে, তা আসলে একটি বিরল প্রজাতির বাদুড়। আগে এই বাদুড় দিল্লির সব এনসিআরে দেখা যেতো না। এরা থাকতো আলোয়ার এবং ভরতপুর এলাকায়। মনে করা হতো এই প্রজাতির বাদুড় বিলুপ্ত হয়ে গেছে। দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড.‌ সুমিত ডুকিয়া জানাচ্ছেন, এই বাদুড়গুলি ‘‌এশিয়াটিক ইয়েলো হাউজ ব্যাট’‌ প্রজাতির অন্তর্গত। এরা থাকে গাছের কোটর ও ডালে।  এদের খাদ্য ফল ও পোকামাকড়।

Related Posts

Leave a Reply