May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ফিদেল কাস্ত্রোর কিউবার দায়িত্বে এবার মিগুয়েল দিয়াজ কানেল 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ফিদেল কাস্ত্রোর দেশ কিউবার নেতৃত্বে পরিবতর্ন এসেছে। লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশটির পরবর্তী নেতা হিসেবে মিগুয়েল দিয়াজ কানেলকে বেছে নিয়েছে সেদেশের সংসদ। এর মধ্য দিয়ে সেখানে কাস্ত্রো পরিবারের সুদীর্ঘ শাসনকালের অবসান ঘটলো।

বুধবার কিউবার পার্লামেন্ট নতুন নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাউল কাস্ত্রোর জায়গায় কিউবার নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে মনোনীত করা হয়।দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২১ সাল পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন দিয়াজ কানেল। আজ বৃহস্পতিবার কিউবার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভোটের ফল বা নতুন প্র্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। তবে রাউল কাস্ত্রো প্রেসিডেন্টের পদ ছাড়লেও কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে তাদের প্রভাব আগের মতই বহাল থাকবে।

কে এই দিয়াজ কানেল?

মিগুয়েল দিয়াজ কানেল কিউবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৩ সালে।তার আগে পর্যন্ত তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির রাজনীতিতে থাকলেও নিজেকে সেভাবে প্রকাশ করতেন না। তবে তিনি প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর খুবই কাছের মানুষ ছিলেন। ৫৭ বছর বয়সী মিগুয়েল দিয়াজ কানেল উদারপন্থী হিসেবেও পরিচিত। তাঁর জন্ম ১৯৬০ সালে। এর এক বছর আগে কিউবায় ফিদেল কাস্ত্রো প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রকাশ করেন। কিউবার নতুন নেতা মিগুয়েল দিয়াজ কাস্ত্রো ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। ২০ বছর আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির যুব সংগঠনের মাধ্যমে রাজনীতিতে এসেছিলেন তিনি।

 

Related Posts

Leave a Reply