May 5, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আবুধাবিতে ছুটতে চলেছে বিশ্বের প্রথম দুর্বার গতির হাইপারলুপ যাতায়াত ব্যবস্থা  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আবুধাবিতে চালু হতে চলেছে বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইপারলুপ যাতায়াত ব্যবস্থা। প্রতি ঘণ্টায় ১২০০ কিলোমিটার বেগে ছুটে চলবে এই হাইপারলুপ। ২০২০ সালের মধ্যেই যাত্রীরা এতে করে যাতায়াত করতে পারবেন বলে জানা গেছে।

আমেরিকান সংস্থা ‘হাইপারলুপ ট্রান্সপোর্টেশন টেকনলোজিস’ প্রকল্পটির দায়িত্ব পেয়ছে । সংস্থাটি জানিয়েছে, যাত্রী পরিবহণ ছাড়াও বিভিন্ন বন্দর ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে কার্গো বহনে যুগান্তরকারী ভূমিকা পালন করবে দুর্বার গতির এই যাতায়াত ব্যবস্থা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিবব গ্রেস্তা বলেন, এটা বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইপারলুপ ব্যবস্থা হতে চলেছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের একটি বড় অঞ্চলকে হাইপারলুপ যাতায়াতের আওতায় আনার প্রত্যাশা রয়েছে আমাদের।

সূত্রের খবর, প্রাথমিকভাবে আবুধাবির আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই সীমান্ত পর্যন্ত ১০ কিলোমিটার লম্বা হাইপারলুপ ট্র্যাক (যে টিউবের ভিতর দিয়ে বাহনটি চলাচল করবে) নির্মিত হচ্ছে। পরবর্তী সময়ে তা সৌদি আরবের রিয়াদ পর্যন্ত এক হাজার কিলোমিটার বর্ধিত করা হবে।

 

Related Posts

Leave a Reply