May 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

যে কোনো মুহূর্তে টোকিও শহরটাই চাপা পরে যেতে পারে ছাইয়ের নিচে !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জাপানের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি মাউন্ট ফুজি। এর উচ্চতা ১২ হাজার ৩৮০ ফুট। ভূমিকম্পের সময় এই আগ্নেয়গিরি যদি জেগে ওঠে তবে তা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়টিই এখন ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। তাঁরা আশঙ্কা প্রকাশ করছেন, টোকিও শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরবর্তী মাউন্ট ফুজির অগ্ন্যুৎপাতে পুরো টোকিও শহর ছাইয়ের নিচে চাপা পড়তে পারে।

সমীক্ষা বলছে, মাউন্ট ফুজির ম্যাগমা চেম্বারের চাপ বেড়ে ১.৬ মেগাপ্যাসকালে দাঁড়িয়েছে। বিষয়টি উদ্বেগজনক। শেষবার অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমা চেম্বারের চাপ এর চাইতে অনেকটাই কম ছিল। বিশেষজ্ঞরা বলছেন, মাউন্ট ফুজির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলে প্রাণহানির ঘটনা খুব বেশি হবে না বলে মনে করা হচ্ছে। কারণ, লাভার গতি হবে শ্লথ৷ তবে, সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে প্রচুর৷

উল্লেখ্য, জাপানের ১১০টি আগ্নেয়গিরির মধ্যে ৪৭টিকে সক্রিয় রয়েছে। সেগুলো ১০ হাজার বছর ধরে সক্রিয় অথবা গ্যাস নির্গমন করে আসছে। প্রসঙ্গত, জাপানে প্রতি ৩৮ বছরের মধ্যে বড় ধরনের অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে। প্রতিবছরই ১৫টি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটছে। মাউন্ট ফুজির সর্বশেষ অগ্ন্যুৎপাত হয় ১৭০৭ সালে। আর এর ঠিক এক মাস আগে ওসাকার কাছে একটি শক্তিশালী ভূমিকম্প হয়৷

 

Related Posts

Leave a Reply