May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এখন থেকে একাই যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা দেওয়া হলো। ইসরায়েলের সংসদে সোমবার এই সংক্রান্ত একটি বিল পাস হয়। বিতর্কিত এই আইনের ফলে নেতানিয়াহু সংসদকে পাশ কাটিয়ে শুধুমাত্র যুদ্ধমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে বড় ধরনের কোনো অভিযানের নির্দেশ দিতে পারবেন। বিলের পক্ষে ভোট পড়ে ৬২টি আর বিপক্ষে ভোট পড়ে ৪১টি। এর আগে যুদ্ধ ঘোষণা করত ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার মতামত জরুরি ছিলো।

নতুন আইনে বলা হয়েছে, চরম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী সামরিক অভিযানের ঘোষণা করতে পারবেন। এরজন্য মন্ত্রিসভায় ভোটের কোনো প্রয়োজন হবে না। ইসরায়েলের বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, নতুন আইন নেতানিয়াহুকে লাগামহীনভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছে। এক্ষেত্রে আগে যেসব বাধা ছিল তা উঠে গেল। সংসদ সদস্য আইয়াল বেন-রুভেন এই আইনকে ধ্বংসাত্মক আইন হিসেবে বর্ণনা করেছেন।

 

Related Posts

Leave a Reply