May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

 ‘কিম’ কথা রাখলেন কিনা তা যাচাই করতে জাতিসঙ্ঘের কাছে আবেদন দক্ষিণ কোরিয়ার

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধের পরিকল্পনা যাচাই করতে জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। জাতিসংঘ মুখপাত্র মঙ্গলবার এই কথা জানিয়েছেন। খবর এএফপি’ সূত্রে। মুন সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে ফোন করে এই অনুরোধ জানান। প্রসঙ্গত, উত্তর কোরিয়া এই মাস থেকেই তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ডিপিআরকে’র চেয়ারম্যান কিম জং উনের ঘোষণা অনুযায়ী তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র যাচাই করতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, একই সঙ্গে মুন দুই কোরিয়ার মধ্যে নতুন করে একটি ডিমিলিটাইজড জোন প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছেন।

এদিকে গুতেরেস বলেছেন, জাতিসংঘ সম্ভাব্য সহযোগিতার ধরন নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, গত বছর উত্তর কোরিয়া তাদের ষষ্ট পারমাণবিক পরীক্ষা চালানোয় এবং একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

 

Related Posts

Leave a Reply