May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

আমেরিকা আশ্রয় দিলো আফগানিস্তানের প্রথম মহিলা পাইলট-কে !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ক্যাপ্টেন নিলুফার রাহমানি। আফগানিস্তানের বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট তিনি। জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাওয়া এ মহিলা পাইলটকে অবশেষে আশ্রয় দিলো মার্কিন যুক্তরাষ্ট্র।

নিলুফারের আইনজীবী কিম্বারলি মটলি জানিয়েছেন, নিলুফার ও তার পরিবার জঙ্গি গোষ্ঠীর হুমকির কারণে ১৬ মাস আগে আমেরিকায় আশ্রয় চেয়ে আবেদন করেন। ওই আইনজীবী আরও বলেন, তাঁর মক্কেল ও তাঁর পরিবার,  হত্যার হুমকির কারণে একাধিকবার বাসস্থান পরিবর্তন করেছে। আফগানিস্তানে ফিরলে তাঁকে জীবন নিয়ে শঙ্কায় থাকতে হতো।প্রশিক্ষণের জন্য নিলুফার ২০১৫ সালে প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন।

নিলুফার বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার স্বপ্নের পেশায় ফিরতে চাই। প্রসঙ্গত, নিলুফার ২০১৩ সালে আফগানিস্তানের প্রথম মহিলা হিসেবে বিমান বাহিনীর পাইলট হন। ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইম্যান অব কারেজ অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি।

 

Related Posts

Leave a Reply