May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

লিবিয়ায় নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে আত্মঘাতী হামলা, নিহত ১২ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত নির্বাচন কমিশনের সদর দফতরে বুধবার ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ১২ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর এএফপি সূত্রে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতর থেকে প্রচুর গুলির শব্দ শুনতে এবং ধোঁয়া বেরোতে দেখা গেছে। নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন নির্বাচন কর্মকর্তা ও চারজন নিরাপত্তারক্ষী রয়েছেন। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রকের এক বার্তায় বলা হয়েছে, আত্মঘাতী হামলায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। লিবিয়ার নির্বাচনী তালিকায় নাম নথিভুক্ত করার কাজ চলছে। এই জন্য সেখানে জড়ো হয়েছিলেন ভোটাররা।

 

Related Posts

Leave a Reply