May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে গ্রেফতার ১৬০০ নাগরিক 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

চতুর্থবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ গ্রহণ করতে চলেছেন ভ্লাদিমির পুতিন। সবকিছু ঠিক থাকলে ক্ষমতায় থাকবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত। ২০০০ সাল থেকে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ায় ক্ষমতা আঁকড়ে ধরে আছেন পুতিন।

গত মার্চে অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। তিনিই আবার দেশের প্রেসিডেন্ট হবেন এটা এখনো অনেক রুশ নাগরিকই এখনো মেনে নিতে পারছেন না। তার শপথগ্রহণকে সামনে রেখে রাজপথে নেমেছে বিক্ষুব্ধ নাগরিকরা। পুতিন বিরোধী বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রশাসন।

শুধুমাত্র গতকাল, একদিনেই রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিসহ প্রায় ১৬০০ মানুষকে বিক্ষোভ প্রদর্শনের কারণে গ্রেফতার করা হয়েছে। পরে অবশ্য অ্যালেক্সেই নাভালনিকে ছেড়ে দেওয়া হয়। নাভালনির অভিযোগ, জারের মতো স্বৈরতান্ত্রিকভাবে রাশিয়া শাসন করছেন পুতিন।

 

Related Posts

Leave a Reply