May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

এক বছরের মধ্যেই চীনকে পাল্টা দিলো ভারতীয় বিমান বাহিনী !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সামরিক শক্তিকে আরও বাড়িয়ে  নিতে  এবার অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করছে ভারতীয় বিমানবাহিনী। জানা গেছে, নতুন এই ইনফ্রারেড সিস্টেমে সহজেই ধরা পড়বে আমেরিকার অত্যাধুনিক এফ-২২ বা চীনের জে-২০’র মত যুদ্ধবিমান। ডুয়াল-ব্যান্ড ইনফ্রারেড ইমেজিং সার্চ ও ট্র্যাক সিস্টেম তৈরি করছে ভারত। সুখোই যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত করা হবে এই সিস্টেম। এর আগে গত বছর চীন তৈরি করে তাদের আধুনিকতম জে-২০ ফাইটার জেট। চীন দাবি করে, এই বিমান এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যার ফলে এটি কোনো র‍্যাডারে ধরা পর্বে না। এই বিষয়টি নজরে আসতেই নতুন ইনফ্রারেড প্রযুক্তি তৈরি করতে তৎপর হয় ভারত।

এই ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, লং রেঞ্জের ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড ইমেজিং সার্চ ও ট্র্যাকিং সিস্টেম তৈরি করার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। দিন ও রাত, সবসময়ই এই সিস্টেম কাজ করবে বলে জানানো হয়েছে। জানা গেছে, ভারতের প্রথম সারির সব যুদ্ধবিমানে যুক্ত করা হবে এই সিস্টেম। তবে বিমানগুলোর নির্মাণগত কোনো পার্থক্য ঘটবে না। এই সিস্টেমের বেশির ভাগ অংশই ভারতে তৈরি হবে।

 

Related Posts

Leave a Reply