May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

উত্তর কোরিয়ার ওপর ট্রাম্পের চাপ অব্যাহত, বহাল নিষেধাজ্ঞা !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি তিনি কমাবেন না; তবে যুদ্ধের খেলা বন্ধ করবেন। এছাড়া শিগগিরই কোরীয় যুদ্ধের অবসান ঘটানো হবে। ‘আমরা এই চুক্তি নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করছি। বিস্তারিত জানার জন্য আগামী সপ্তাহে জন বোল্টনের সঙ্গে আমরা বসবো। আমরা ক্ষুদ্র পরিসরে দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের সঙ্গে কাজ করছি’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প আরো বলেন, আনন্দের সঙ্গে এই দেশে আমি আবারো আসবো। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী চমৎকার ভালো মানুষ। তিনি খুবই অতিথিপরায়ণ। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ব্যাপারে আরো বিশদ আলোচনা হবে। নিষ্ঠুর কোরীয় যুদ্ধে আটকে পড়াদের ফেরত পাওয়ার আকুতি জানিয়ে দক্ষিণ কোরিয়ার অসংখ্য মানুষের কল, চিঠি ও টুইট আমার কাছে আসে। তারা তাদের ছেলে-মেয়ে, বাবা-মাকে ফেরত চান। সে ব্যাপারেও কথা বলেছি।

 

Related Posts

Leave a Reply