May 6, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বজুড়ে যত বন্দুক রয়েছে তার ৮৫ শতাংশই রয়েছে সাধারণ মানুষের হাতে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দ্য স্মল আর্মস সার্ভে-র সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, সেনাবাহিনী নয় বিশ্বের ধনী দেশগুলির আম আদমির হাতেই রয়েছে সবচেয়ে বেশি বন্দুক। দ্য স্মল আর্মস সার্ভে সোমবারই তাদের রিপোর্ট পেশ করেছে। এটি সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক একটি সংস্থা। বলা ভালো, একটি গ্লোবাল রিসার্চ প্রোজেক্ট থেকেই উঠে এসেছে এই তথ্য।

তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বিশ্বের ১০০ কোটি আগ্নেয়াস্ত্রর মধ্যে ৮৫ শতাংশ বন্দুক সাধারণ মানুষের হাতেই রয়েছে। বাকি আগ্নেয়াস্ত্রর মালিক সেনা ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হাতে। প্রায় ২৩০টি দেশে সমীক্ষা চালিয়ে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে তারা।  ব্যক্তিগত সুরক্ষার নামে সাধারণ মানুষের পছন্দ সেল্ফ লোডিং পিস্তল, রাইফেল, কারবাইন, অ্যাসল্ট রাইফেল, সাব অ্যান্ড লাইট মেশিং গান।

গতবারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩২ শতাংশ বেড়েছে ব্যক্তিগত বন্দুকধারীর পরিমাণ। আর এই ৮৫ শতাংশ সাধারণ মানুষের ৪০ শতাংশই মার্কিন নাগরিক। বিশ্বের মাত্র ৪ শতাংশ মানুষ থাকে যে দেশে, সেই দেশের মানুষের হাতে বিশ্বের ৪০ শতাংশ বন্দুক রয়েছে! এই তথ্য জানার পর খুব স্বাভাবিক ভাবেই উঠে আসে ফ্লোরিডার পার্কল্যান্ড, কানেকটিকাটের স্যান্ডি হুক কিংবা লাস ভেগাসের কনসার্টে গুলিচালনার কথা।

Related Posts

Leave a Reply