May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

এর জন্য নিউটন নাকি নিউটনের জন্য এ,  ৪০০ বছরেও হয়নি রহস্য ভেদ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নিউটনের জন্য এই আপেল গাছটি বিখ্যাত নাকি এই আপেল গাছের নিউটন তা বলা মুশকিল। অনেকের দাবি‚ ওইসব আপেল-টাপেল কিছু নয় | নিউটন বহুদিন ধরেই হিসেব কষছিলেন | আপেল-পতন সমাপতন মাত্র | কিন্তু নিউটন-মাধ্যাকর্ষণ-আপেল গাছ এমন ভাবে জড়িয়ে গেছে আলাদা করা সম্ভব নয় | কিন্তু জানেন কি সেই আপেল গাছটি গত চার শতক ধরে এখনওদাঁড়িয়ে আছে। ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছিল আইজ্যাক নিউটনের বাড়ি। সেই বাড়ির সামনেই এখনও রয়েছে আপেল গাছটি ।
তার নাম এখন গ্র্যাভিটি ট্রি | মাধ্যাকর্ষণ বৃক্ষকে দেখতে ভিড় করেন বহু পর্যটক | আগে প্রাইভেট স্পেস হলেও এখন ওই এলাকা খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য | বিশেষ যত্নে রাখা হয় চারশো বছরের পুরনো গাছটিকে | ফলের গুণমান হিসেবেও গাছটি শ্রেষ্ঠ | ‘ফ্লাওয়ার অফ কেন্ট’ প্রজাতির আপেল গাছ ওটি |   

Related Posts

Leave a Reply