May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে পরমাণু উৎপাদন বন্ধ করেনি উত্তর কোরিয়া !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পরমাণু ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে আমেরিকা-উত্তর কোরিয়া সম্পর্ক। মার্কিন গোয়েন্দাদের ধারণা, পরমাণু কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া, বরঞ্চ পরমাণু শক্তির উৎপাদন বাড়াচ্ছে দেশটি।

সিআইএ’র এক কর্তা জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরেই একাধিক গোপন ডেরায় পরমাণু শক্তির উৎপাদন চালিয়ে যাচ্ছে কিমের দেশ। গোয়েন্দাদের অনুমান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকরের পরও পরমাণু উৎপাদন চালিয়ে যাচ্ছেন কিম। এই তথ্য প্রকাশ্যে আসতেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়ে দেন, সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণ করবেন কিম।

কিন্তু বৈঠকের দু’সপ্তাহ কাটতে না কাটতেই কিমের পরমাণু চুক্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, পরমাণু অস্ত্র সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না করলে তাদের উপর চাপানো নিষেধাজ্ঞা এই মুহূর্তে তোলা হবে না। তবে সংবাদমাধ্যমের কাছে মার্কিন গোয়েন্দারাদের পক্ষ থেকে সরাসরি কিছু জানানো হয়নি।

 

Related Posts

Leave a Reply