May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

থাই গুহায় ক্রমশ কমে আসছে অক্সিজেন! চরম আতঙ্কে প্রশাসন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

থাইল্যান্ডের পাহাড়ি গুহায় আটকে পড়া ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে উদ্ধারকর্মীদের হাতে সময় কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, বদ্ধ গুহাটিতে বহু মানুষের যাতায়াতে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে আসছে। এই কারণে যা করার তা দ্রুত করতে হবে। শুক্রবার গুহায় অক্সিজেন সরবরাহ করে ফিরে আসার পথে এক ডুবুরির মৃত্যু হওয়ায় গুহার ভেতরের বিপদ সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে উদ্ধারকারীদের।

বর্তমানে পাম্প দিয়ে গুহার ভেতরের জল কমিয়ে ফেলার চেষ্টা চলছে। জল কমিয়ে আনা গেলে কিশোররা লাইফ জ্যাকেট পরে হেঁটেই বের হয়ে আসতে পারবে বলে আশা করা হচ্ছে। উদ্ধার প্রসঙ্গে থাই নেভি কমান্ডার আপাকর্ন ইয়োকংকাইয়ো বলেন, ‘গুহার জল বের করে দিয়ে যত দ্রুত সম্ভব আটকে পড়া ক্ষুদেদের বের করে আনতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আমরা বর্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করব না।’

তিনি বলেন, আমাদের হাতে সময় খুবই কম রয়েছে। প্রথমে মনে করা হয়েছিল গুহায় দীর্ঘদিন শিশুরা অবস্থান করতে পারবে। সেই পরিবেশও থাকবে। কিন্তু এখন দ্রুত সবকিছু পাল্টে যাচ্ছে।’ তবে অনেকেই মনে  করছেন গুহার ভেতরের জল অতি বৃষ্টিতে আরও বেড়ে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।

 

Related Posts

Leave a Reply