May 2, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন ট্রাম্প!

[kodex_post_like_buttons]

 

British Prime Minister advised to sued the European Union Trump!

 

কলকাতা টাইমসঃ ক্ষমতাগ্রহণের পর প্রথমবার ব্রিটেন সফরে এসেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে জানিয়েছেন, গত সপ্তাহে ওই সফরের সময় ট্রাম্প তাকে একটি নিষ্ঠুর পরামর্শ দেন।

রবিবার তেরেসা বলেন, ট্রাম্প আমাকে বলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দরকষাকষিতে যাওয়ার প্রয়োজন নেই। সোজা গিয়ে মামলা করে দিন। আগামী বছর ইউরোপীয় ইউয়নিয়ন থেকে বেরিয়ে আসবে ব্রিটেন। সেই কারণে বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দরকষাকষি চলছে ব্রিটেনের। সেদিকেই ইঙ্গিত করে ট্রাম্প ওই পরামর্শ দেন তেরেসাকে। তবে সেই উপদেশ ভালোভাবে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ওই উপদেশকে ‘অনেক বেশি নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন।

এর আগে ব্রিটেন সফরের সময় রানি দ্বিতীয় এলিজাবেথকে ট্রাম্প অসম্মান করেন বলেও অভিযোগ উঠে। সফরের শুরুতেই ট্রাম্প দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে তিনি ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবেন না।’

Related Posts

Leave a Reply