May 7, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এখন থেকে মোট ২২ টি ভাষায় কথা বলা যাবে ভারতীয় পার্লামেন্টে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কইয়া নাইড়ু ঘোষণা বুধবার ঘোষণা করেন, এখন থেকে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে দেশের ২২টি ভাষায় আলোচনা চালাতে পারবেন প্রতিনিধিরা। আগের ১৭টি ভাষার সঙ্গে যোগ হয়েছে আরো ৫টি ভাষা। পার্লামেন্টের বর্ষা অধিবেশনের প্রথম দিনই এই ঘোষণা করা হলো।

নতুন করে যোগ হয়েছে দোগরি, কাশ্মীরি, কনকানি, সান্থালি এবং সিন্ধী ভাষা। এই সব ভাষায় আলোচনা ও কথোপকথন করে যেতে পারবেন উচ্চকক্ষের সদস্যরা। এর আগে রাজ্যসভায় আরো যে ১৭টি ভাষায় কথা বলা যেতো তার মধ্যে রয়েছে আসামিজ, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নাদা, মালায়লাম, মারাঠি, অরিয়া, পাঞ্জাব, তামিল, তেলেগু, উর্দু ইত্যাদি। তবে সদস্যদের সেক্রেটারিয়েটের অনুবাদককে সংশ্লিষ্ট বিষয়ে নোটিশ পাঠাতে হবে।

 

Related Posts

Leave a Reply