May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

দারিদ্রকে খাবার দেখিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মুখে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ইনস্টাগ্রামে ‘ড্রিমিং ফুড’ নামে একটি ফটো-সিরিজ প্রকাশ করেছেন ইতালির বিখ্যাত ফটোগ্রাফার অ্যালেসিও মামো। কোথাও জলার ধারে দাঁড়িয়ে অর্ধ উলঙ্গ শিশু। কোথাও কুঁড়েঘরের সামনে ফুটিফাটা জামা পরা বালিকা। সবার চোখ ঢাকা দু হাত দিয়ে। সামনে লাল মখমলে ঢাকা টেবল। উপরে লোভনীয় নকল খাবারের সারি।

মামো জানিয়েছেন, তিনি ভারতের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে গিয়ে ছবিগুলো নিয়েছেন। কারণ ওখানেই থাকেন ভারতের অধিকাংশ দরিদ্র মানুষ। খাবারগুলো নকল। তিনি দরিদ্র শিশুদের বলেছিলেন চোখ বন্ধ করে ভাবতে‚ ওই টেবলে কী কী খাবার তারা দেখতে চায়।

দারিদ্র্য‚ অনাহার নিয়ে এই ফটো-সিরিজে ক্ষোভে ফেটে পড়েছে ভারতের সোশ্যাল মিডিয়া। যদিও মামোর যুক্তি‚ তিনি খাবার অপচয়ের বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছেন। পশ্চিম দুনিয়ায় বড়দিনের সময় যে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয় তা বন্ধ করা হোক‚ দাবি মামোর। কিন্তু তাঁর এই মহানুভব দাবি ধোপে টেকেনি। নেটিজেনদের বক্তব্য‚ এই অসংবেদনশীল কাজ নিষ্ঠুরতা ছাড়া কিছুই নয়। এই কুরুচিকর কাজের জন্য সমালোচনায় বিদ্ধ হতেই হবে। সে যত বড়ই ব্যক্তিত্ব হন না কেন।

উল্লেখ্য, ফটোগ্রাফার মামো ‘ওয়ার্ল্ড প্রেস ফোটো অব দ্য ইয়ার, ২০১৮’-র দ্বিতীয় পুরস্কার বিজয়ী। ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় জখম হওয়া ১১ বছর বয়সী বালিকার একটি ছবি তাঁকে এই পুরস্কার এনে দিয়েছিল।

Related Posts

Leave a Reply