May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শিল্প ও সাহিত্য

ফেসবুকে কবিতা পোস্ট করায় প্যালিস্তিনি মহিলা কবি দারীন তাতুরকে জেলে পাঠালো ইসরায়েল!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্যালিস্তিনি মহিলা কবি দারীন তাতুরকে পাঁচ মাসের জন্য কারাদণ্ডের আদেশ দিয়েছে ইসরায়েলের একটি আদালত। প্রায় আড়াই বছর আগে ফেসবুকে একটা কবিতা পোস্ট করেছিলেন তিনি। সেই ঘটনার জেরে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

ইসরায়েলের নাজারেথ জেলার একটি আদালত ৩৬ বছর বয়সী দারীনকে মঙ্গলবার কারাদণ্ডের আদেশ দেয়। চলতি বছরের মে মাসে ওই আদালত তাকে দোষী সাব্যস্ত করে। জঙ্গিদের সহযোগিতার অভিযোগে এর আগে তিন বছর গৃহবন্দী ছিলেন এই কবি। এবার তাকে কারাগারে যেতে হচ্ছে। জানা গেছে, ২০১৫ সালের অক্টোবরে ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে লিখেছিলেন, হে মানবজাতি, তোমরা রুখে দাঁড়াও, রুখে দাও তাদের। তার পরই ইসরায়েলি বাহিনী তাকে আটক করে।

আদালতের রায়ে বলা হয়, একটি ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরা এক ব্যক্তি যখন ইসরায়েলি সেনাদের দিকে পাথর ছুঁড়ে মারছে, সেই সময় আবহসঙ্গীতে দারীনের কণ্ঠে ওই কবিতা শোনা যায়। এছাড়া কিছু ছবি পোস্ট করে বিপ্লবী ক্যাপশন দেন তিনি। ২০১৬ সালের জানুয়ারিতে তার পায়ে কলার আইডি লাগিয়ে দিয়ে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হলেও তার ভাইয়ের বাড়িতে তাকে গৃহবন্দি করে রাখা হয়।

Related Posts

Leave a Reply