May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেলো নেপাল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জয়ের জন্য শেষ ৬ বলে নেপালের দরকার ছিল এক উইকেট। আর নেদারল্যান্ডসের দরকার ৬ রান। তবে, ওয়ানডে স্ট্যাটাস পাওয়া নবীনতম দলটির বিরুদ্ধে শেষ ৫ বলে চার রানের বেশি নিতে পারেনি নেদারল্যান্ডস। ফলে শেষ বলে এক রান করলে ড্র এবং দুই করলে জয়। ব্যাটিংয়ে তখন ৩ উইকেট নিয়ে নেপালের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেওয়া বোলার ক্লাজেন। অধিনায়ক পরশ খাড়কার শেষ বলে সোজা শট নেন ক্লাজেন। রান নিতে গিয়ে আউট হয়ে যান ক্লাজেন। এক রানে জয় পায় নেপাল। আর এর মধ্যে দিয়ে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেলো এশিয়ার এই দেশটি।

এর আগে, আমসটেলভিনে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১৬ রানে অলআউটহয়ে যায় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন লোয়ারঅর্ডার ব্যাটসম্যান সোমপাল কামি। এছাড়া ৫১ রানে আসে অধিনায়ক খাড়কার ব্যাট থেকে। বাকিদের মধ্যে আরও ৪ জন দুই অংক পেরোলেও ২০ রানের কোটা পূরণ করতে পারেননি কেউ। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন ফ্রেড ক্লাজেন।

জবাবে ব্যাট করতে নেমে নেপাল বোলারদের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত শুরু করেন কামি। ইনিংসের দ্বিতীয় বলেই স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ডাচ ওপেনার মাইবার্গকে সাজঘরে পাঠান তিনি। ব্রাক ও বারেসি লড়াই করলেও শেষ বলে অলআউট হওয়ার আগে ২১৫ রানে বেশি করতে পারেনি তারা। সর্বোচ্চ ৭১ রান করেন ওয়েসলি বারেসি। নেপাল বোলারদের মধ্যে ৩ উইকেট পান এরইমধ্যে তারকা হয়ে ওঠা স্পিনার সন্দিপ লামিচান।

 

Related Posts

Leave a Reply