May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

খড়ার কবলে অস্ট্রেলিয়া

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল অঞ্চল নিউ সাউথ ওয়েলস তীব্র খরার কবলে পড়েছে। সেদেশের সরকারি কর্তারা বলছেন, গোটা রাজ্যজুড়েই ভয়াবহ খরা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে নিউ সাউথ ওয়েলস অঞ্চলে ‘একশো ভাগ খরা পরিস্থিতি’র কথা ঘোষণা করে অস্ট্রেলিয়া। বিষয়টিকে জাতীয় বিপর্যয় হিসেবেই দেখছে অস্ট্রেলিয়া প্রশাসন।

জানা যাচ্ছে, শীতকালের শুষ্ক আবহাওয়া ক্রমেই তীব্রতর হওয়ায় এই খরা পরিস্থিতি তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের অংশে এখনও পর্যন্ত এই খরা পরিস্থিতি সবথেকে ভয়াবহ আকার নিয়েছে। অস্ট্রেলিয়ার মোট কৃষিজাত পণ্য উৎপাদনের প্রায় এক চতুর্থাংশ এই নিউ সাউথ ওয়েলসেই উৎপাদিত হয় বলে জানিয়েছে সেদেশের প্রশাসন।

Related Posts

Leave a Reply