May 2, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দীর্ঘদিনের সঙ্গদানে ইতি, পাকিস্তানী সেনাদের আর প্রশিক্ষণ দেবেনা আমেরিকা  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সন্ত্রাসবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পাকিস্তানের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে পাকিস্তানে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পাকিস্তানের সামরিক বাহিনীকেপ্রশিক্ষণ দেওয়াও বন্ধ করে দিচ্ছে আমেরিকা।

এই ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানান, আমেরিকার ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে (আইএমইটি) ৬৬ জন পাকিস্তানী সেনা কর্তা প্রশিক্ষণ নেন। কিন্তু তাদের বাদ দিয়ে এবার অন্য দেশ থেকে সেনা নেওয়া হবে। উভয় দেশের কর্মকর্তারাই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

ইতোমধ্যেই জানা গেছে, এবার পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে রাশিয়া। উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সামরিক বাহিনীকে শিক্ষাসহ বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দিতো মার্কিন সেনাবাহিনী।

 

Related Posts

Leave a Reply