May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

তৃতীয় টেস্ট খেলবে না বিরাট কোহলি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

লর্ডস টেস্টেই পিঠে চোট পেয়েছেন। নটিংহ্যাম টেস্ট শুরু আগামী শনিবার থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে পারবেন কিনা বিরাট কোহলি, সেই ধোঁয়াশা এখনও কাটেনি।‌ বিরাট ছাড়াও চোট রয়েছে পাণ্ডিয়া ও অশ্বিনের। তবে ড্রেসিংরুমের যাবতীয় চিন্তা কোহলির চোট ঘিরে। সিরিজে ইতিমধ্যেই ০-২ পিছিয়ে ভারত। নটিংহ্যাম টেস্ট হারলেই সিরিজ হাতছাড়া।

পিঠের ব্যথায় যে কষ্ট পাচ্ছেন তা গত রবিবারই বোঝা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসেছিলেন পাঁচ নম্বরে। চতুর্থদিন সকালে ৩৭ মিনিট মাঠে ছিলেন না। ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছিলেন। তারপরে ব্যাটিংয়ের সময় দেখে বোঝাই যাচ্ছিল যে ব্যথায় কষ্ট পাচ্ছেন। প্রতিটা বল খেলার পর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। শরীরের বর্তমান অবস্থার কথা নিজেই জানালেন কোহলি। তিনি জানান, ‘‌খুব ভাল রয়েছি তা বলব না। পিঠের চোটটা বেশ কষ্ট দিচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরেও আচমকা পিঠের ব্যথা ভুগিয়েছিল। যার ফলে টি-২০ ম্যাচটা খেলতে পারিনি। এবারও সেটাই হল। তবে হাতে এখনও চারদিন রয়েছে। এটাই স্বস্তি দিচ্ছে।’‌

বুধবার নটিংহ্যাম যাচ্ছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে শুরু অনুশীলন। শনিবার শুরু টেস্ট। ফিজিও সারাক্ষণ খেটে যাচ্ছেন কোহলিকে ফিট করে তোলার জন্য। বৃহস্পতিবার অনুশীলনে বোঝা যাবে যে, কোহলি নটিংহ্যাম টেস্টে খেলার জন্য কতটা প্রস্তুত। পরিস্থিতি এমনই যে কোহলিকে খেলাতেই হবে। ফল ১-১ থাকলে হয়ত ঝুঁকি নিত না ভারত। কিন্তু নটিংহ্যামে তো মরণবাঁচন টেস্ট। কোহলি অবশ্য আশাবাদী। তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার ব্যপারে। ‌

Related Posts

Leave a Reply