May 3, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে করমর্দন করতে না চাওয়ায় সুইৎজারল্যান্ডের নাগরিকত্ব পেলেননা এক দম্পতি!  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে হাত মেলাতে রাজি না হওয়ায় সুইৎজারল্যান্ডের নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত হলেন এক মুসলিম দম্পতি। নাগরিকত্ব পাওয়ার শর্ত পূরণ করেছেন কী তা তা জানতে কয়েক মাস আগে ওই দম্পতির সাক্ষাৎকার নেওয়া হয়। গত শুক্রবার জানানো হয়, তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন।

সুইজারল্যান্ডের লজানে শহরের মেয়র গ্রেগরি জুনোদ বলেন, ওই দম্পতি বিপরীত লিঙ্গের লোকজনের সঙ্গে করমর্দন করতে রাজি হননি। করমর্দনটাকে আমরা শিষ্টাচার হিসেবেই দেখি। সেক্ষেত্রে ওই দম্পতি এদেশের শিষ্টাচারকে মেনে নিতে পারেননি। এমনকি বিপরীত লিঙ্গের মানুষের প্রশ্নের জবাবও তারা ঠিকঠাক দিতে পারেননি। ওই দম্পতি বর্তমানে কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। তারা ৩০ দিনের মধ্যে সুইস কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

Related Posts

Leave a Reply