May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

রাশিয়ান এস-৪০০ কিনলে বিশ্বের যে কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সমগ্র বিশ্বকেই হুমকি দিয়ে বসলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রক। তাদের বক্তব্য, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনলে বিশ্বের যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপাতে পারে ওয়াশিংটন। গতকাল ওয়াশিংটনে এক ব্রিফিংয়ের সময় এই হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাওয়ার্ট। তিনি জানান, রুশ এস-৪০০ মার্কিন মিত্র দেশগুলোকে না কেনার অনুরোধ করছে ওয়াশিংটন। এদিকে, রাশিয়ান রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোন এক্সপোর্ট জানিয়েছে, আগামী বছর থেকে এস-৪০০ ন্যাটোভুক্ত দেশ তুরস্কে রফতানি করার কাজ শুরু হবে।

এস-৪০০ কেনার জন্য রাশিয়া এবং তুরস্ক ২০১৭ সালে একটি চুক্তি সই করে। এই চুক্তি করার পরই ওয়াশিংটনের ক্রোধের মুখে পড়েছে আংকারা। ভারতও এস-৪০০ কিনবে বলে আগেই জানানো হয়েছে। পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা হিসেবে পরিচিত এস-৪০০ দিয়ে ৪০০ কিলোমিটার বা আড়াইশ মাইল ব্যাসার্ধের মধ্যে উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করা সম্ভব।

Related Posts

Leave a Reply