May 3, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

জানেন কি, ভারতীয়রাই অন্যতম ‘অলস’ জাতি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জাতি হিসেবে উন্নতি করার জন্য প্রয়োজন উদ্যমী ও পরিশ্রমী জনগণ। কিন্তু সেই জনগণ যদি আলসে প্রমাণিত হয়, তাহলে দেশ উন্নতি করবে কী করে? এমন প্রশ্ন থেকেই এক গবেষণা করা হলো, যেখানে পাওয়া গেছে, গোট বিশ্বে ভারত সবচাইতে অলস দেশের মধ্যে অন্যতম।

ভারতে ভোরে রাস্তায় কিছু লোকজনকে ‘মর্নিং ওয়াক’ করতে দেখা যায় ঠিকই, কিন্তু সেই ‘ওয়াক’-এর গতি অত্যন্ত মন্থর। সমীক্ষা বলছে, বিশ্বের সবথেকে অলস দেশগুলির মধ্যে অন্যতম ভারত। দিনে প্রত্যেক ভারতীয় গড়ে মাত্র ৪,২৯৭বার মাটিতে পা ফেলে। ৪৬ টি দেশের মধ্যে হওয়া এই সমীক্ষায় ভারতের স্থান ৩৯।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গবেষকেরা স্মার্টফোনের অ্যাপ থেকে স্টেপ কাউন্ট করে এই সমীক্ষা করেছেন। ৪৬টি দেশের সাত লক্ষ মানুষের উপর সমীক্ষা চালানো হয়। সবথেকে কম আলসে দেশ হল চিন। যাদের গড় পদক্ষেপ দিনে ৬৮৮৮০ বার। আর সবথেকে অলস হল ইন্দোনেশিয়া। যাদের পদক্ষেপের সংখ্যা ৩৫১৩। আমেরিকার ক্ষেত্রে এই সংখ্যাটা ৪৭৭৪।

Related Posts

Leave a Reply