April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সিরিয়া প্রসঙ্গে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনকে হুঁশিয়ারি দিলো রাশিয়া!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সিরিয়ায় যে কোনো হঠকারিতার ব্যাপারে আমেরিকা ও তার মিত্রদের হুঁশিয়ার করে দিলো রাশিয়া। মার্কিন সমর্থন নিয়ে সিরিয়ায় সন্ত্রাসবাদীরা আবারও রাসায়নিক হামলা চালাতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের আশঙ্কা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সিরিয়ায় আমেরিকা ও তার মিত্রদের আগ্রাসন চালানোর সুযোগ করে দেওয়ার জন্য সন্ত্রাসবাদীরা আবারও রাসায়নিক হামলার পরিকল্পনা করছে। একই সঙ্গে তারা জানায়, রাসায়নিক হামলার অজুহাতে সিরিয়ায় আগ্রাসন চালানোর জন্য আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ায় গোপনে হামলা চালানোর লক্ষ্যে মার্কিন ডেস্ট্রয়ার ‘ইউএসএস সালিভান’কে পারস্য উপসাগরে পাঠানো হয়েছে। এই ডেস্ট্রয়ারে করে সিরিয়ায় হামলার জন্য একটি বি-ওয়ানবি জঙ্গিবিমান আনা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী দুমা এলাকায় সন্দেহজনক রাসায়নিক হামলার জের ধরে চলতি বছরের এপ্রিল মাসে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় সামরিক হামলা চালিয়েছিল।তবে দুমার ওই রাসায়নিক হামলায় এখন পর্যন্ত সিরিয়ার হাত থাকার কথা প্রমাণ করতে পারেনি হামলাকারীরা।

 

Related Posts

Leave a Reply