May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ফুঁসছে চীনের সাংপো নদী, ভারতকে সতর্ক করলো চীন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মাত্র কয়েক মাস আগেই ডোকালামে নিজেদের সেনা ঢুকিয়ে ভারতের জমি অধিগ্রহণের মতলব এঁটেছিল চীন। সেই টানাপোড়েনে যুক্ত ছিল ভুটানও, অবশ্যই ভারতের পক্ষ নিয়ে।

আবারও এক নতুন চাপ আসছে চীন থেকে। তবে তা অনিচ্ছাকৃত। খবর অনুয়ায়ী, চীনের সাংপো নদীতে জলোচ্ছ্বাসের ফলে, ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। গত বুধবার, পূর্ব সিয়াং -এর ডেপুটি কমিশনার তামিও তাতাক এই মৰ্মে একটি নির্দেশিকা জারি করে। সেই সঙ্গে তিনি বলেন, অকারণে ভয় না পেতে। তবে, সাঁতার কাটা, মাছ ধরা বা অন্যান্য কোন কারণে নদীতে যেতে বারণ করা হয় সেই নির্দেশিকায়।

তিব্বতে জন্ম নিয়ে, চীনের মধ্য দিয়ে বয়ে আসে সাংপো নদী। ভারতে এর প্রবেশ অরুণাচলের আপার সিয়াং জেলায়। এরপর লোহিত ও ডিবং, এই দুটি নদীর সঙ্গে মিশে সৃষ্টি হয় ব্রহ্মপুত্র নদের। প্রসঙ্গত, বেজিং থেকে নয়াদিল্লিতে একটি রিপোর্ট পাঠানো হয় গত বুধবার। সেখান থেকেই জানা যায় যে, সাংপোতে প্রায় ৯০২০ কিউবিক মিটার জল বইছে। যা গত ৫০ বছরে হয়নি।

Related Posts

Leave a Reply