May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই হাঙর নাকি মাছ-মাংস খায় না! আগে দেখা মিললে ‘জস’ সিনেমাটাই তো তৈরী হতো না    

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিরল প্রজাতির হাঙর আবিষ্কার করলেন বিজ্ঞানীরা৷ যাকে পৃথিবার সর্বপ্রথম নিরামিষাশী হাঙ্গরের পরিচিতি দেওয়া হচ্ছে৷ এই বিশেষ প্রজাতির হাঙরটি নাকি সমুদ্রের নিচে থাকা ঘাসের ৬০ শতাংশই খেয়ে ফেলেছে৷ এরপরই বিশেষ প্রজাতির এই হাঙর নিয়ে আরও গবেষণার সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞরা৷

বিষয়টি স্পষ্ট করার জন্য শুরু হয় পরীক্ষা-নিরীক্ষার কাজ৷ গবেষণার জন্য নেওয়া হয় পাঁচটি হাঙ্গর৷ তিন সপ্তাহের গবেষণায় হাঙ্গরগুলিকে দেওয়া খাবার হিসেবে দেওয়া হয়েছিল সমুদ্রের ঘাস এবং ছোট ছোট কিছু শামুক৷ গবেষণার তথ্য জানাচ্ছে, হাঙরের দেহে রয়েছে এক বিশেষ ধরণের উৎসেচক৷ যেটি সমুদ্র ঘাসের হজমে বিশেষ সহায়তা করে থাকে৷ গবেষণা শেষে পুনরায় হাঙরগুলির ওজন মাপা হয়৷ গবেষণায় উঠে আসা তথ্যটি প্রকাশিত হয় প্রসিডিংস অফ দ্য রয়াল সোশাইটি বি নামক জার্নালে৷

গবেষণায় উঠে আসা তথ্য বদলে দিয়েছে পুরানো প্রচলিত ধারণাকে৷ সাধারণভাবে মনে করা হত হাঙর মাংশাসী প্রাণী৷ তবে সেটা যে একেবারেই ঠিক ধারণা নয় এবার তারই প্রমান পাওয়া গেল হাতেনাতে৷ এক গবেষক জানান, ‘হাঙরদের মধ্যেও যে এই ধরণের পরিপাকতন্ত্রের অস্তিত্ব রয়েছে, বিষয়টি জেনে আমরা অবাক হয়েছি৷’

 

Related Posts

Leave a Reply