April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

গাঁজায় গভীর আসক্ত এই অস্কারজয়ী অভিনেত্রী, যোগান দেন মা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হলিউডের অস্কার বিজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন এবং তাঁর মা জারডা নিয়মিত গাঁজা সেবন করেন। থেরনের মা জারডাই এই গাঁজার জোগান দেন। সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য জিমি কেমেল লাইভ’ শো-তে এসব কথা বলেন থেরন। দীর্ঘদিনের ঘুমের সমস্যা কাটিয়ে উঠতেই থেরন এবং তাঁর মা নিয়মিত গাঁজা সেবন করেন বলে জানান।

সম্প্রতি ‘গ্রিঙ্গো’ নামক একটি ছবিতে গাঁজার পিল তৈরি করা একটি প্রতিষ্ঠানের পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন থেরন। ছবির প্রচারেই ‘জিমি কেমেল লাইভ’ শো-তে উপস্থিত হন তিনি। আর সেখানেই থেরন বাস্তবে নিজের গাঁজা সেবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

থেরন জানান, ‘আমি নিজের ইচ্ছাতেই যেকোনো কিছু গ্রহণ করি। জীবন তো একটাই, তাহলে কেন নয়? আমি আর মা দীর্ঘদিন ধরে ইনসমনিয়ায় ভুগছি। ভাল ঘুমের জন্য নিয়মিত ধ্যানের চর্চাও করি। কিন্তু খুব একটা সুফল পাচ্ছি না। একদিন মাকে বললাম, আমরা ঘুমের জন্য এমন কিছু নিতে পারি যা আমাদের ভালো ঘুমে সাহায্য করতে পারে। তখনই মাকে গাঁজার প্রস্তাব দি।’

তবে থেরন কখনো আশা করে নি তাঁর মা তাঁর জন্য সত্যিই গাঁজা কিনতে দোকানে যাবে। থেরন আরও জানান, ‘আমরা দুজন আলোচনা করেছিলাম মাত্র। আমি বরং ভেবেছি এগুলো সংগ্রহ করার দায়িত্ব আমার। কিন্তু মা এভাবে আমাকে চমকে দেবে ভাবিনি। একদিন মা টেনিস খেলতে গিয়ে আমার জন্য এক প্যাকেট গাঁজা নিয়ে আসে।‘ শুধু তা-ই নয়, দ্রুত কাজ করার জন্য থেরনের মা সঙ্গে করে সুস্বাদু কিছু ব্লুবেরি চকোলেটও নিয়ে আসে।

‘আমি নিজের জন্য কিছু গাঁজা জমাতে চাই। কারণ ক্যালিফোর্নিয়াতে এখন গাঁজা বৈধ করে দেওয়া হয়েছে; সুতরাং আমি অন্যায় কিছু করছি না’ বলে জানান থেরন।

নিজের মা সম্পর্কে থেরন জানান, ‘মা আমাকে কতটা ভালোবাসেন তা বলে বোঝানো সম্ভব নয়। প্রায়ই সুযোগ পেলে শুটিং সেটে বিভিন্ন ধরনের খাবার নিয়ে হাজির হন। এইতো সেদিন ‘গ্রিঙ্গো’ ছবির সেটে মা আমার জন্য নানান খাবার নিয়ে গিয়েছিল’

উল্লেখ্য, ২০০৩ সালে ‘মনস্টার’ ছবিতে দুর্ধর্ষ ক্রমিক খুনির ভূমিকায় অভিনয় করে অস্কার যেতেন চার্লিজ থেরন। সুইট নভেম্বর, দ্য ডেভিল অ্যাডভোকেট, দ্য ইটালিয়ান জব, ম্যান অফ অনার, হ্যানকক এর মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এই হলিউড সেনসেশন।

Related Posts

Leave a Reply