April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular অন-এ-প্লেট ব্যবসা ও প্রযুক্তি

ভারতীয় জনগণকে চকলেট ছেড়ে ফুচকা খাওয়ার পরামর্শ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য রথীন রায় ভারতীয়দের চকোলেট ছেড়ে ফুচকা খাওয়ার পরামর্শ দিলেন।

রথীনের মতে, ‘‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সমাধানের পথ হলো ৩০০ শতাংশ রফতানি বাড়িয়ে ততটাই আমদানি কমানো। কিন্তু সেটা তো বাস্তবে করা যায় না। তাই সহজ কথায় বলা যায়- চকোলেট ছেড়ে ফুচকা খেতে হবে। কারণ ফুচকা আগাগোড়া স্বদেশি। ময়দা, আলু, তেঁতুল তার উপাদান। আর চকোলেট যেই বানাক, তা বানাতে কোকো আনতে হবে ঘানা থেকে।’’

রথীন রায়ের ‘চকোলেট’ খাওয়ার সেই পরামর্শ লুফে নিয়ে আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চের জাতীয় সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেন, ‘‘এটাই তো আমাদের স্বদেশি পথ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাও আমাদের কথাটাই বলছেন। কিন্তু সরকারিভাবে যাদের এই কথা ভাবা উচিত, তারা কী আমল দিচ্ছেন?’’

 

Related Posts

Leave a Reply