April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মার্কিন সম্মতিতেই খুন করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বেন রড্‌স এক ভয়ানক অভিযোগ আনলেন। খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে তার দাবি, হোয়াইট হাউজের পূর্ব সম্মতি ছাড়া এতো বড় অপরাধ সংঘটিত হয়নি। তিনি সুইজার‍ল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে রড্‌জ বলেন, নিজের জীবনে বিন সালমান শুধু একটি আইন অনুসরণ করেন। আর তা হলো- ‘ক্ষমতা গ্রহণ করো এবং তা ধরে রাখো। ওবামার এই উপদেষ্টা আরও বলেন, বিন সালমান মনে করেন আমেরিকার সবুজ সংকেত নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন। সৌদি যুবরাজকে যেকোনো অপরাধ করার সুযোগ করে দেওয়ার জন্য রড্‌জ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেন।

আমেরিকার সবুজ সংকেত নিয়ে বিন সালমান ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছেন, কাতারকে অবরুদ্ধ করে রেখেছেন এবং লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টাবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হয়ে যান। দীর্ঘ ১৭ দিন খাশোগি সম্পর্কে মিথ্যাচার শেষে ১৯ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ স্বীকার করে, ওই কনস্যুলেটের ভেতর খাশোগি নিহত হয়েছেন।

সৌদি যুবরাজের সমালোচনা করার দায়ে সৌদি আরবে খাশোগির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তিনি যুবরাজের রোষাণল থেকে বাঁচতে দেশ ত্যাগ করে আমেরিকায় চলে যান। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যুবরাজের পাঠানো ঘাতক দলের হাতে প্রাণ হারাতে হয়েছে খাশোগিকে।

 

Related Posts

Leave a Reply