May 6, 2024     Select Language
৭কাহন Audio News Editor Choice Bengali

মাংসাশী গাছ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মানুষ খেয়ে ফেলে এমন গাছের কথা শুনেছেন হয়তো। তবে সত্যি সত্যি এমন গাছের দেখা মেলেনি এখনো। কিন্তু মাংস খায় এমন গাছ কিন্তু সত্যি আছে। এই গাছ হচ্ছে নেপেন্থেস অ্যাটেনবারোওঘি। এটি এর বৈজ্ঞানিক নাম। দেখতে যত সুন্দর আর নিরীহ-ই হোক না কেন, গাছটি আসলে একটি মাংসাশী গাছ। নানা কীটপতঙ্গ, পোকা-মাকড়, এমনকি বড় বড় ইঁদুর পর্যন্ত গিলে খায় এটি। আঞ্চলিক রীতি মতো এই গাছটি কলসী গাছ নামেও পরিচিত। কেননা এটি দেখতে অনেকটা কলসীর মতো।

আর এই কলসীর ভেতর লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে। যেখানে মধু সেখানে পোকা-মাকড় আসারই কথা। এই কলসীর মতো কাঠামোর মধ্যে যখন কোনো পোকা-মাকড় মধু খেতে আসে তখন পা পিছলে এর ভেতরে পড়ে যায় এবং এটির ওপরে একটা ঢাকনা থাকায় পোকা ভেতরে পড়া মাত্রই ঢাকনা বন্ধ হয়ে যায়।

Related Posts

Leave a Reply