May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

বুদ্ধ দর্শন ( নিজেকে জয় ) ৯

[kodex_post_like_buttons]

রজত পাল

নহি বেরেন বেরাণি সম্মনতীধ কুদাচনম

বুদ্ধ জানালেন পৃথিবীতে শত্রুতার দ্বারা শত্রুতাকে জয় করা যায় না । যায় মিত্রতা দ্বারা ।

তিনি বললেন,  মিথ্যা ভক্তি শিকল স্বরূপ । অন্যের প্রতি রাগ প্রদর্শন করবে না । অহিংসা হল মূল মন্ত্র । মনুষ্য জীবনে শ্রেষ্ঠ সম্পদ হল বৈরাগ্য । সকলের সাথে সুর মিলিয়ে ধর্ম চাইলেই হবে না । তার জন্য চাই চেষ্টা ও ত্যাগ স্বীকার ।

বুদ্ধ এও বললেন,  পরকে পরাজিত করা অপেক্ষা নিজেকে জয় করাই শ্রেয়।

বললেন,  ‘অন্ত দীপা বিহরথ অন্তকরণ ….’

– তোমরা নিজেরাই নিজেদের দীপ বা আশ্রয় স্থল। নিজেরাই নিজেদের শরণ হয়ে বিহার করো ।

‘ বয়ধম্মা সঙ্ঘরা অপ্পমদেন সম্পাদেথ ‘

– সকল বস্তুই বিনাশশীল । প্রমাদহীন হয়ে বিহার করো ।

বুদ্ধ গৃহী দের জন্য  5 টি নিয়ম পালন করার কথা জানালেন –

1। অহিংসা

2। সত্য

3। অস্তেয় – না বলে অন্যের জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকা ।

4। পবিত্রতা  ও

5। সংযম ।

সম্যক সমাধি ও ব্রহ্ম বিহার দুই ই সাধন পদ্ধতি । প্রথমটিতে চিত্ত বিমুক্তি হয়ে শূন্যতা লাভ হয় । ব্রহ্ম বিহারে চিত্ত প্রসারিত হয়ে অসীমে স্থিত হয় । দুই পথেই নির্বাণ লাভ হয় ।

– ক্রমশ

Related Posts

Leave a Reply