May 7, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পরমাণু বোমায় লন্ডন ধ্বংসের পরিকল্পনা করেছিল রাশিয়া !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৃশংসতা হিরোসিমা ও নাগাসাকির হত্যালীলা৷ শেষ মুহূর্তে রাশিয়া তার পরিকল্পনা না বদলালে হয়তো আরও একটি পরমাণু বোমার ধ্বংসলীলার সাক্ষী থাকত বিশ্ববাসী৷ রুশ সরকারের অত্যন্ত গোপন একটি চিঠি প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় তুলেছে৷ওই চিঠি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৪ সালে নাকি লন্ডনে পরমাণু বোমা ফেলার ছক কষেছিল রাশিয়া৷ কখন এবং শহরের কোনও প্রান্তে বোমা নিক্ষেপ করা হবে, তাও ঠিক হয়ে গিয়েছিল৷তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে যায়৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠাণ্ডাযুদ্ধের সময় লেখা এই গোপন চিঠিটি সম্প্রতি ফাঁস করেছে ন্যাশনাল আর্কাইভ৷ ১৯৫৪ সালে চিঠিটি লিখেছিলেন পরমাণু বোমা বিশেষজ্ঞ উইলিয়াম পেনি৷ওই চিঠিতে অ্যাটমিক এনার্জি অথরিটি-র চেয়ারম্যান এডুইন প্লওডেনকে তিনি জানিয়েছিলেন, দক্ষিণ লন্ডনের ক্রয়ডন, পশ্চিম লন্ডনের উক্সব্রিজ ও পূর্ব লন্ডনের রমফোর্ডে পরমাণু বোমা নিক্ষেপ করা হতে পারে৷ ব্রিটিশ সংবাদপত্র ‘উইলি মিরর’-এ প্রকাশিত খবর অনুযায়ী, লন্ডনে ৩২টির মধ্যে চার-পাঁচটি পরমাণু বোমা ফেলার পরিকল্পনা ছিল রাশিয়ার৷

Related Posts

Leave a Reply