May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘জীবিত আছি’, গুজব উড়িয়ে প্রেসিডেন্ট  ‘জুব্রিল’ এর বিবৃতি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

‘বহু মানুষ মনে করছে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মারা গেছি।অথচ আমি দিব্য আছি।’ নিজের জীবিত হওয়ার প্রমান দিতে গিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে এভাবেই জনসম্মুখে বিবৃতি দিতে হল। আসলে তার অসুস্থতা নিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল গুজব। নাইজেরিয়া জুড়ে মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল তিনি মারা গেছেন এবং তার মতো দেখতে সুদানের এক লোককে প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত করা হয়েছে।

পোল্যান্ডে বসবাসরত নাইজেরীয়দের সঙ্গে সাক্ষাৎকালে বুহারি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমিই নাইজেরিয়ার প্রকৃত প্রেসিডেন্ট। আমি খুব তাড়াতাড়ি আমার ৭৬তম জন্মদিন পালন করবো। আমি এখনো অনেক সুস্থ রয়েছি। পোল্যান্ডের কাতোউইসে তিনি জাতিসংঘ সিওপি২৪ জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। সেখানে তিনি দর্শকের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। দর্শকরা আফ্রিকার জনবহুল এ দেশের নেতাকে প্রশ্ন করেন তিনি নাইজেরিয়ার আসল প্রেসিডেন্ট না। তিনি একজন ছদ্মবেশী প্রেসিডেন্ট। তাকে ‘জুব্রিল’ নামে অভিহিত করা হয়।

উল্লেখ্য, বুহারি মারাত্মক অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য ২০১৭ সালে দীর্ঘদিন লন্ডনে থাকেন। তিনি আগামী বছর নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

Related Posts

Leave a Reply