May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

অবাক হবেন জেনে, একের ভেতর এত!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
জন কমে, হার্টও ভালো রাখে, মন ভালো থাকে আরও আছে এই যে গরম, গরম থেকে মুক্তির মোক্ষম দাওয়াই হচ্ছে সাঁতার কাটা।
নিয়মিত সাঁতার কাটার উপকারিতা জেনে নিন-
•    ওজন কমায়
•    হাড় মজবুত রাখে
•    ডায়াবেটিস ও  উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
•    কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে থাকে
•    হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে
•    বিষণ্নতা দূর হয়, মন ভালো থাকে
•    স্ট্রোকসহ নানা রোগের ঝুঁকি কমে
•    আলাদা করে ব্যায়াম করার প্রয়োজন হয় না
•    শরীরের গরমের সময়ে শীতল অনুভূতি দেবে
•    একঘণ্টা সাঁতারে ৬০০ ক্যালোরি খরচ হয়।
সাবধানতা 
•    অবশ্যই আগে ভালোভাবে সাঁতার শিখে নিন
•    পরিষ্কার পানিতে সাঁতার কাটুন
•    সাঁতার কাটার সময়ের পোশাকের বিষয়েও সচেতন থাকুন
•    ভরা পেটে সাঁতার না কাটাই ভালো
•    সাঁতার কাটার সময় চুল, কান ক্যাপ দিয়ে আটকে নিন
•    চশমা ব্যবহার করুন
•    যাদের পানিভীতি বা শ্বাসকষ্ট আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

Related Posts

Leave a Reply