May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মালিকের অপেক্ষায় সারারাত হাসপাতালের গেট থেকে একচুলও নড়লো না ৪ কুকুর

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মানুষের উচিত এই ৪ কুকুরের কাছে শিখ্যা নেওয়া। কারণ এরাই দেখিয়েদিয়েছে যে কুকুর কখনও বিশ্বাসঘাতকতা করে না। এমনকী বিপদের মুহূর্তে কখনও ছেড়ে চলে যায় না- এমন কথা প্রায়ই শোনা যায়। ব্রাজিলের সান্তা ক্যাটারিনার হসপিটাল রিজিওন্যাল অল্টো ভ্যালেতে ভীষণ অসুস্থতা নিয়ে ভর্তি হন সিজার নামে এক তরুণ। দেখার কেউ নেই। তবে, ওই তরুণের ভর্তির সময় হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়েছিল ৪টি কুকুর।

ওই হাসপাতালের নার্স ক্রিস ম্যামপ্রিম ফেসবুকে জানিয়েছেন, রাত যখন ৪টা, ওই জায়গা থেকে এক চুলও সরেনি কুকুরগুলো। তাদের প্রত্যেকের মুখ বিষন্ন। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারা। কুকুরদের এমন শিষ্ঠাচার দেখে অবাক হয়েছেন হাসাপতালের কর্মীরাও।আসলে ওই কুকুরগুলোর ভবঘুরে সিজারের জীবন কাটে ফুটপাথেই। খাবার জুটলে পেট ভরে আর না হয় ক্ষুধা নিয়েই পড়ে থাকতে হয়। কিন্তু যে দিন খাবার জোটে, তার প্রথম ভাগ যায় ওই কুকুরদের জন্য। সুখে-দুঃখে সবসময়ের সঙ্গী ওই কুকুরগুলো। সিজার যখন অসুস্থ হয়ে পড়ে, কুকুরদের তৎপরতায় নাকি পথচারীরা হাসপাতালে ভর্তি করে দেয় তাঁকে।

Related Posts

Leave a Reply